আমি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ মনে করি । এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমি বদ্ধ পরিকর । দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান, উন্নত জীবন-যাপনের সুবিধা বাড়ানো এবং সবার সার্বিক উন্নয়ন আমার লক্ষ্য । বাল্যকাল থেকে লন্ডনে বেড়ে ওঠে সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে দীর্ঘদিন স্থানীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছি । ২০১০ সাল থেকে আমি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করে আসছি । আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করে একজন সাংসদ হিসেবে ভিশন ২০২১ বাস্তবায়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

জন্ম ও প্রাথমিক শিক্ষা ছাতক, সুনামগঞ্জ । ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের পিতা । বড় ছেলে বর্তমানে এডিনবরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত । স্ত্রী হোসনে আরা লন্ডনে প্রাইমারী স্কুলের শিক্ষিকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ
বি.এ- পলিটেকনিক অব সেন্ট্রাল, লন্ডন, (রাজনীতি ও সমাজতত্ত্ব) ১৯৮২-৮৪, ইউ.কে
এম.এ- (পাবলিক পলিসি ও সমাজ প্রশাসন) ব্রুনেল ইউনিভার্সিটি, ১৯৮৭-৯১, ইউ.কে
ডিপ্লোমা ইন এপ্লাইড সোসাল ষ্টাডিজ – (সমাজকর্ম ও সমাজশিক্ষা) রাস্কিন কলেজ, অক্সফোর্ড, ইউ.কে

পেশাগত অভিজ্ঞতাঃ
• ২০১১- বর্তমানঃ ম্যানেজিং ডিরেক্টর, লার্নকাস্ট লিঃ এবং চেয়ারম্যান, ব্রীজ একাডেমী, গোবিন্দাগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ।
• ২০০৩- ২০১১: এক্সটেন্ডেড স্কুল এডভাইজার, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস, ইউ.কে.
• ২০০১-২০০৩: ডিরেক্টর, সিলেট পার্টনারসীপ, সিলেট সিটি কর্পোরেশন।
• ১৯৯৬-২০০১: হেড অব কমিউনিটি ল্যাংগুয়েজ এন্ড স্টাডি সাপোর্ট টাওয়ার হ্যামলেটস, ইউ.কে
• ১৯৮৯-১৯৯৬: টিম ম্যানেজার, টাওয়ার হ্যামলেটস, সোসাল সার্ভিস, ইউ.কে
• ১৯৮৮-১৯৮৯: রেইস এডভাইজার, টাওয়ার হ্যামলেটস, ইউ.কে
• ১৯৮৪-১৯৮৮: সোস্যাল ওয়ার্কার, লন্ডন বারা অব হ্যাকনি, লন্ডন, ইউ.কে
• ১৯৮২-১৯৮৪: এথনিক মাইনরিটি লিঁয়াজো অফিসার, টাওয়ার হ্যামলেট্স, ইউ.কে

রাজনৈতিক অভিজ্ঞতা– যুক্তরাজ্যঃ
• মেম্বার, বৃটিশ লেবার পার্টি (১৯৮৪-বর্তমান)
• নির্বাচিত কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিল, লন্ডন (২০০৬-২০১০)
• চেয়ারম্যান ফরেষ্ট গেইট লেবার পার্টি
• চেয়ারম্যান নিউহ্যাম লেবার পার্টি লোকাল গভঃ কমিটি
• ডেলিগেইট, লেবার পার্টি এনুয়াল কনফারেন্স
• মেম্বার, লেবার পার্টি পার্লামেন্টারী প্যানেল
• প্রেসিডেন্ট, রাস্কিন কলেজ ব্লাক স্টুডেন্ট সোসাইটি
• লাইফ মেম্বার, অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি

রাজনৈতিক অভিজ্ঞতা-বাংলাদেশঃ
• সদস্য ও সংগঠক, যুক্তরাজ্য আওয়ামীলীগ
• প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারন সম্পাদক, যুক্তরাজ্য যুবলীগ
• ২০০৮ সালে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী ছিলাম কিন্তু মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহন করতে পারি নাই।

স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতাঃ
• ফাউন্ডিং চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ ইয়ুথ অর্গেনাইজেশন (ইউ.কে)
• চেয়ারম্যান, বৃহত্তর ছাতক সমিতি, (ইউ.কে)
• ট্রাষ্টী, ইউ.কে-বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট
• চেয়ারম্যান, সেন্টার ফর বাংলাদেশী ষ্টাডিজ
• নন-এক্সিকিউটিভ ডিরেক্টর, এন, এইচ, এস প্রাইমারী কেয়ার ট্রাস্ট, ইউ.কে
• প্রেসিডেন্ট, গোবিন্দগঞ্জ বিজনেস এসোসিয়েশন, ছাতক

লাইফ মেম্বার
অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি, যুক্তরাজ্য

হবিঃ
ভ্রমণ, বইপড়া, রান্না এবং বাগান করতে আমি ভালোবাসি ।